[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে হিজড়া জনগোষ্ঠীর মানবাধিকার ও সুশাসন বিষয়ক প্রশিক্ষন।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে মানবাধিকার ও সুশাসন বিষয়ক প্রশিণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২১শেজুলাই) সকাল ১০ টায় শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে দুইদিন ব্যাপি প্রশিণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ প্রশিক্ষণের উদ্বোধন করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিশ্চিয়ান এইডের কারিগরী সহায়তায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু) আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় প্রশিণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, “পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নায্য দাবী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। তিনি বলেন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহের যৌথ উদ্যোগ না হলে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে না। একটি দেশের সুশাসন নিশ্চিত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন”।

প্রশিণ পরিচালনা করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের বিভাগীয় সমন্বয়কারী রকিবুল ইসলাম, ফ্যাসিলিটেটর পাখি দত্ত ও রুবায়দুল হক।

২ দিন ব্যাপী প্রশিণে অংশগ্রহন করেন শ্যামনগর উপজেলার সুন্দরবন হিজড়া কল্যান সংস্থার ২৫ জন হিজড়া সদস্য। প্রশিণে সুশাসন, জেন্ডার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি, এডভোকেসী, নেতৃত্ব বিষয়ক ও হিজড়াদের দায়িত্ব এবং করণীয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা যায়।

ছবি- শ্যামনগরে হিজড়াদের উন্নয়নে মানবাধিকার ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *