[english_date]।[bangla_date]।[bangla_day]

বিলাইছড়িতে ৫০ টি বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উৎযাপন ।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :- বিলাইছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎযাপন করা হয়েছে। বনবিহার সহ প্রায় ৫০ টি বৌদ্ধ বিহারে প্রবাণা পূর্ণিমা উৎযাপন করা হয়েছে বলে জানা যায়।

 

বিহারগুলো মধ্যে অন্যতম হচ্ছে -দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার,রাংখ্যং শাখা বন বিহার, কুতুব দিয়া স্ব-ধর্মোদ্বয় বৌদ্ধ বিহার,বাজার সার্বজনীন বৌদ্ধ বিহার, কেরন ছড়ি দশবল বৌদ্ধ বিহার,ধ্যান ভান্তে, অজিতা মহাথের বৌদ্ধ বিহার(উলুছড়ি+ধুপপানি­), এবং গোয়াইন ছড়ি,এগুজ্জ্যা ছড়ি,তক্তানালা দক্ষিণ, নির্বানসুখ,তিনকুনিয়া­,মালুম্যা ও বঙ্গলতলী বৌদ্ধ বিহার উল্লেখযোগ্য।

 

 

বৌদ্ধ বিহারে ভিক্ষুগণ নির্বানগানী হওয়ার জন্য এবং জগতের সকল প্রাণী মঙ্গল কামনায় ৩ মাস বর্যাব্রত বা ধ্যান করে বুদ্ধের নীতি অনুসরণ করেন। এই প্রবারণা পূর্ণিমায় বর্ষাবাস শেষ করে বৌদ্ধ ভিক্ষুরা। সকলের সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিহারে যান দায়ক-দায়িকারা।

 

তাই এইদিনে পঞ্চশীল, বুদ্ধপূজা,সংঘদান, অষ্টপরিষ্কার দান,বুদ্ধমূর্তিদান,অ­ন্নদান,ফানুস উত্তোলন সহ নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান করে থাকেন।

 

প্রবারণা পুর্ণিমার মধ্যে দিয়ে শুরু হয় বিহারে বিহারে ১ মাস ব্যাপী বৌদ্ধদের শ্রেষ্ঠদান দানোৎতম মহান কঠিন চীবর দানোৎসব।

এতে ভিক্ষু সহ দায়ক – দায়িকারা পূণ্য সঞ্চয় ও নির্বাণ গামী হওয়ার জন্য প্রার্থনা করে থাকেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *