[english_date]।[bangla_date]।[bangla_day]

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমির গাছ কর্তন।

নিজস্ব প্রতিবেদকঃ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে একটি বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে উভয় পক্ষের মারপিটে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে কাদেরুজ্জামান নামে এক ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় রবিবার দুপুরে সাহেব আলী নামে এক ব্যক্তি শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

সাহেব আলী জানান, উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া ৫ শতক জমিতে গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। গত কয়েক মাস আগে তার চাচাতো ভাই মনিরুজ্জামান ওরফে মোকছেদ (৪৫), কাদেরুজ্জামান (৩৫) ও আব্দুল কাফী (৫০) ওই জমি দাবী করে বিবাদে লিপ্ত হন। এনিয়ে স্থানীয় ভাবে একাধিকবার বৈঠকে বসলেও তারা মানেননি। পরবর্তিতে এবছরের জুন মাসে জেলা বগুড়ার অতিরিক্ত ১ম সিনিয়র জজ আদালতে মামলা (৩৯৭/২০২১ বন্টন) দায়ের করা হয়। বিজ্ঞ আদালত আগষ্ট মাসে বিবাদী পক্ষের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেন। এমতাবস্থায় শনিবার দিবাগত গভীর রাতে চাচাতো ভাই মনিরুজ্জামান ওরফে মোকছেদ, কাদেরুজ্জামান ও আব্দুল কাফী ওই জমিতে লাগানো ২৫টি বেলজিয়াম গাছ এবং ২০টি পেঁপে গাছ রাতের আঁধারে কেটে ফেলে জমি দখলের চেষ্টা করে। পরদিন রবিবার সকাল ৯টার দিকে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে এসে সাহেব আলী ও তার দুই ছেলে নাজিবুল ইসলাম নাজিব (৩০) ও শামীম হোসেনকে (২৮) বেদড়ক মারপিট করেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে মনিরুজ্জামান ওরফে মোকছেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

 

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *