[english_date]।[bangla_date]।[bangla_day]

লালমনিরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া গ্রামে ঘটে যাওয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে লালমনিরহাট জেলা পরিষদ।

 

বুধবার (৮ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারকে ৫বান্ডেল ঢেউটিন তুলে দেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যকরী সদস্য এরশাদ হোসেন জাহাঙ্গীর, বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি আজিজার রহমান মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বসুনিয়া, দেউতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরা লাল ঈশোরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান ৮০হাজার টাকার চেক বরাদ্দ প্রদান করেন।

 

পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের স্কুল পড়ুয়া ছেলে-মেয়েদের হাতে বইপত্র তুলেদেন।

 

উল্লেখ্য যে, সোমবার (৬ সেপ্টেম্বর) লালমনিরহাট সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শিপুল রায় ঈশোর, কৃষ্ণ চন্দ্র রায় ঈশোর ও সন্তোষ রায় ঈশোরের গোয়াল ঘরে কয়েল থেকে আগুণের সূত্রপাত ঘটে। এ সময় বাড়ীর লোকজনের আত্মচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুণ নেবানোর চেষ্টা করেন। এতে ৩টি পরিবারের বাড়ির ৫টি ঘর, গরু, ছাগল, ধান, পাট, কাপড়-চোপড় পুড়ে ছাই হয়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *