[english_date]।[bangla_date]।[bangla_day]

ভারতের জম্মু ও কাশ্মীর সম্পূর্ণ সুরক্ষিত নিরাপত্তার দিক থেকে, বললেন কমান্ডিং জেনারেল ভিপি পান্ডে।

নিজস্ব প্রতিবেদকঃ

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

গত, ১৫,ই, আগস্ট যখন আফগানিস্তানের সরকার কে পত্তন ঘটিয়ে ক্ষমতায় আসে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা ঠিক তখনই একটি আশঙ্কা হয়ে ছিল যে আফগানিস্তানের তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা এবার হয়তো ভারতের অভিমুখে যাত্রা শুরু করবে। তার মোকাবিলা করতে আগে থেকেই তৈরি ছিল ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। কিন্তু তার কোন আচ পড়েনি ভারতের। গত কাল ভারতের জম্মু ও কাশ্মীরের জাতীয় স্টেডিয়ামে কাশ্মীরের প্রিমিয়ার লীগ ক্রিকেট করা হয়েছিল তার প্রধান অতিথি হিসেবে ভাষন দিতে গিয়ে ভারতের, ১৫, নাম্বার কপাসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল শ্রী ভিপি পান্ডে বলেন, ভারত বর্তমানে যে কোন পরিস্তিতি মোকাবিলা করার ক্ষমতা রয়েছে। যদি ভারতের জম্মু ও কাশ্মীরের উত্তর কোন ধরণের আঘাত হানে তার উত্তর তারা পেয়ে যাবে। ভারতের সামরিক বাহিনীর সদস্য দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তানের দখল যখন হয়ে গিয়েছে তখন তারা ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে মিলিত হয়েছে এবং তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। আফগানিস্তানের প্রায়, ১০৬,কিলোমিটার, এরিয়ার প্রায় বারটি প্রদেশ রাজ্যে রয়েছে পাকিস্তানের কাছে, এর মধ্যে পাকিস্তানের সীমান্ত প্রদেশ খাইবার, পাখতুনখাওয়া, বেলুচিস্তান, গিলগিট, বালুচিস্তান এখন পাকিস্তানের নিয়ন্ত্রনে রয়েছে। ভারত সব সময় নজর রাখছে আফগানিস্তানের পরিস্তিতির উপর। সেই সঙ্গে ভারতের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের সীমান্তে। যে কোন পরিস্তিতি মোকাবিলা করতে প্রস্তুত আছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *