ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
চুকনগর গঞ্জের বাজার শান্তি সংঘ ক্লাব উদ্বোধন উপলক্ষে চুকনগর রয়েল স্পোর্টিং ফুটবল মাঠে গতকাল সোমবার ২৩শে আগস্ট বিকাল চারটায় এক প্রিতী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় শক্তিশালী আনিস জামির ফুটবল একাদশ চুকনগর, বনাম শক্তিশালী কৈয়া ফুটবল একাদশ বটিয়াঘাটা প্রতিযোগীতা করে
উক্ত খেলাটি পরিচালনা করেন আল ইমরান রনি।হাজারও দর্শকের উপস্তিতে কৈয়া ফুটবল একাদশকে ১/০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনিস জামির ফুটবল একাদশ চুকনগর।
উক্ত খেলায় ম্যান অবদাম্যাচ নির্বাচিত হয় আনিস জামির ফুটবল একাদশের মোঃ আকাশ। উক্ত টুর্নামেন্টে প্রধান অথিতি হিসাবে উপস্তিত ছিলেন চুকনগর সদর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী আনিছুর রহমান আনিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামির হোসেন, মোঃ আব্দুল কুদ্দুস , বিপি ইমাম হোসেন মোঃ ইকবাল হোসেন মোঃ সাজ্জাদ হোসেন ,মোঃ শরিফুল ইসলাম, সাবেক অধিনায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অথিতি আনিছুর রহমান (আনিছ)সহ শান্তি সংঘ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
Leave a Reply