মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তের ১ নং ওয়ার্ডে মাদক বিরোধি সমাবেশ করেন বিজিবির সহযোগিতায় স্থানীয় জনগন।
শুক্রবার রাত সাড়ে ৭ টার সময় পুটখালী ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মোস্তফা কামাল, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন মোড়ল।
মাদক বিরোধি সমাবেশে প্রধান অতিথি হাদিউজ্জামান বলেন, যারা আমার ইউনিয়নে মাদক ব্যবসার সাথে জড়িত তাদের সাথে কোন আপস নেই। তাদের চিহিৃত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। মাদক ব্যবসায়িরা সমাজ ও দেশের জন্য ক্ষতিকর। এরা শুধু সমাজকে ধ্বংস নয় এরা দেশকে ধ্বংস করছে। মাদক যারা সেবন করে তারা নেশার টাকা অর্জনের জন্য স্বামী তার স্ত্রীকে মারধর ছেলে বাবাকে এবং বাবা ছেলেকে মারধর এমনকি খুন খারাবির মত ঘটনা ও ঘটায়। তাই সকলেকে মাদক ব্যবসায়ি ও সেবন কারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Leave a Reply