নিজস্ব প্রতিবেদকঃ

জিহাদ ।
সাভার উপজেলা (পাকিজা গার্মেন্টস) সংলগ্ন, আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও,এম,এস দ্বারা প্রতি কেজি চাউল ৩০টাকা মূল্য এবং প্রতি কেজি আটা ১৮টাকা মূল্য বিক্রয় করা হয়।
একজন ব্যাক্তির কাছে ৫কেজি চাউল ও ৫কেজি আটা বিক্রয় করা হয়। সল্প মূল্যে চাউল ও আটা পেয়ে, নিম্ন আয়ের মানুষের লম্বা লাইন দেখা যায়।অনেকে অনেক কষ্ট করে লাইনে থেকে চাউল পেয়ে অনেক খুশি।
Leave a Reply