প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২১, ৩:৪৭ পি.এম
সাভার উপজেলায় ও,এম,এস দ্বারা ৩০টাকা মূল্য চাউল ও ১৮টাকা মূল্য আটা বিক্রয় ।
জিহাদ ।
সাভার উপজেলা (পাকিজা গার্মেন্টস) সংলগ্ন, আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও,এম,এস দ্বারা প্রতি কেজি চাউল ৩০টাকা মূল্য এবং প্রতি কেজি আটা ১৮টাকা মূল্য বিক্রয় করা হয়।
একজন ব্যাক্তির কাছে ৫কেজি চাউল ও ৫কেজি আটা বিক্রয় করা হয়। সল্প মূল্যে চাউল ও আটা পেয়ে, নিম্ন আয়ের মানুষের লম্বা লাইন দেখা যায়।অনেকে অনেক কষ্ট করে লাইনে থেকে চাউল পেয়ে অনেক খুশি।
সম্পাদক : নিবাস ঢালী । বার্তা সম্পাদক : আশিষ কুমাৱ সাহা । প্রধান কার্যালয় এবং বার্তা অফিস : ৬৪/১,(খ) হাজী ইসমাইল লিংক রোড ৯১০০ খুলনা। বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2022 banglarprottoy.com. All rights reserved.