[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতি শিক্ষার উন্নয়নে প্রদান করল দশ লক্ষাধিক টাকা।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি ২০১১ সাল থেকে এ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের উন্নয়নে প্রদান করল দশ লক্ষাধিক টাকা।

রবিবার বিকালে সমিতির অস্থায়ী কার্যালয়ে শিক্ষক ও কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সাধারণ সম্পাদক চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস বলেন শ্যামনগর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, চিকিৎসা অনুদান, শেয়ার ফেরত, সঞ্চয় ফেরত ও অবসর ভাতা প্রদান বাবদ এ পর্যন্ত দশ লক্ষ একত্রিশ হাজার এক শত ছত্রিশ টাকা প্রদান করেছে।

৬টি স্কুল সংস্কার ও উন্নয়ন বাবদ প্রদান করেছে ২ লক্ষ ৩৮ হাজার টাকা, ৬ জন শিক্ষকদের চিকিৎসা সহায়তা প্রদান করেছে ৪৮ হাজার টাকা, ১২জনের শেয়ার ফেরত প্রদান করেছে ৩৫ হাজার টাকা, ৪০ জনের সঞ্চয় ফেরত প্রদান করেছে ৩ লক্ষ ১০ হাজার ৮ শত ষোল টাকা ও ২২ জনের অবসর ভাতা প্রদান করেছে ৩ লক্ষ ৬২ হাজার পাঁচ শত কুড়ি টাকা।

শ্যামনগর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ঈশ্বরীপুর এ ছোবহান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন তপোবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ্বাস, পোড়াকাটলা দ্বীপায়ন হাই স্কুলের প্রধান শিক্ষক অনাংগ কুমার মন্ডল, মুন্সিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব মাঝি, গওহর আলম স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত মন্ডল, ধূমঘাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক মাহবুব হোসেন, সহকারী শিক্ষক রনজিৎ বর্মন, সঞ্জয় থান্দার, মনোদ্বীপ কুমার গায়েন প্রমুখ।

ছবি- শ্যামনগর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *