নিজস্ব প্রতিবেদকঃ

মাধরপুর প্রতানিধি: মাধরপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ইফতার সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধরপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজিম উদ্দিন। তিনি বলেন,মাধবপুরে মাদক মুক্তকরতে চাই ।সাংবাদিকদের সাথে নিয়ে আমরা কাজ করে যাব। তিনি প্রেসক্লাবের সবার সহযোগীতা কামন করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী,ওসি তদন্ত কামরুজ্জামান,, টিআই মিজানুর রহমান।মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন,সাংবাদিক সামছুল হক।উপস্থিত ছিলেন,সাংবাদিক রোকন উদ্দিন লস্কর,আয়ূব খান,শংকর পাল সুমন,আলাউদিন আল রনি,মিজানুর রহমান,রাজীব দেবরায় রাজু,বিকাশ বীর,কাউছার আহমেদ,ফরাস উদ্দিন পিন্টু,আবু নাসের মোঃ জামাল,আবুল খায়ের,বিল্লাল হোসেন খান,সুব্রত দেবরায়,রাখাল দে,বিপ্লব আচার্য্য সুজন,নাহিদুল ইসলাম নিলু,আলমগীর কবির,শাহারুক সুমন,মাহমুদুল ইসলাম রনি,মোঃ তানহা,উমর ফারুক সহ বিশিস্ট সাংবাদিক বৃন্দ।
Leave a Reply