[english_date]।[bangla_date]।[bangla_day]

মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার,স্বামীকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর প্রতিনিধি ॥হবিগঞ্জের মাধবপুরের শাহপুর এলাকায় থেকে মঙ্গলবার দুপুরে সাথী খাতুন (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।সাথী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া সুজাপুর গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।

পুলিশ সূত্রে জানাযায়-সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সুজাপুর গ্রামের সুলতান মাহমুদ মাবপুর উপজেলার শাহপুরে অবস্থিত বাদশা কোম্পানীতে চাকুরী করে আসছে। প্রায় ৮ মাস আগে তারই খালাতো বোন সাথী খাতুনকে বিয়ে করে বউ নিয়ে শাহপুরে গ্রামের সাবেক মেম্বার নূরুল হাসানের ভাড়া বাসায় বসবাস করে আসছে।

গৃহবধূ সাথীর মামা হুমায়ুন কবির জানায়-সুলতান মাহমুদ ও সাথী আপন খালাতো ভাই-বোন।বিয়ের পর থেকে সাথী ও মাহমুদ ভাড়াটিয়া বাসায় থাকতেন।সোমবার রাতে দু’জনের মধ্যে সামান্য বিষয় নিয়ে রাগারাগি হয় এবং দু’জনই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু রাতের কোন এক সময় সাথী ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্ন হত্যা করে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে থানার এস.আই মুসলেহউদ্দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।জিঞ্জাসাবাদের জন্য পুলিশ সুলতান মাহমুদকে আটক করে থানায় নিয়ে আসে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *