[english_date]।[bangla_date]।[bangla_day]

নোবিপ্রবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে (শিক্ষা সামগ্রী) স্মার্টফোন উপহার দিলেন এমপি ইব্রাহিম।

নিজস্ব প্রতিবেদকঃ

মনির হোসেন (স্টাফ রিপোর্টার):

চোখের আলো নেই তাতে কি হয়েছে। কিন্তু জ্ঞানের ও মনের আলোয় এগিয়ে যেতে সাহায্য করছে দৃষ্টিপ্রতিবন্ধী ইয়াসিন হোসাইন।

 

চোখের আলো নেই বলে থেমে থাকে না জীবন। জ্ঞানের আলো যদি থাকে অফুরন্ত আর জ্ঞানের ভান্ডার যদি থাকে সমৃদ্ধ তাহলে দৃষ্টিহীনতা কোনো বাধা হতে পারে না। প্রজ্ঞার শক্তি পৃথিবীর সবকিছুকে জয় করতে পারে তাই দেখিয়েছে জ্ঞানপিয়াসী অদম্য দৃষ্টিপ্রতিবন্ধীরা।

তাদের মাঝে একজন নোয়াখালীর নোবিপ্রবির মুক্তিযুদ্ধ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আবদুর রহমানের ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী ইয়াসিন হোসাইন।

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী ইয়াসিন হোসাইনকে স্মার্টফোন উপহার দিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

 

বুধবার (২৫ আগস্ট) রাতে ইয়াসিনের হাতে মুঠোফোন তুলে দেন এইচ এম ইব্রাহিমের ব্যক্তিগত সহকারী মতিউল ইসলাম সুমন।

 

ইয়াসিন হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনলাইনে হচ্ছে। আমার কোনো স্মার্টফোন না থাকায় অন্যের স্মার্টফোন দিয়ে ক্লাস করেছি। সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় এমপি মহোদয়ের নিকট স্মার্টফোনের আবেদন করেছিলাম। তিনি আমাকে স্মার্টফোন দিয়েছেন। আমি ওনার নিকট কৃতজ্ঞ।

 

ইয়াসিনের সফলতা কামনা করে এইচ এম ইব্রাহিম জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধি শিক্ষার্থী ইয়াসিন হোসাইনের আবেদনের পর তাকে স্মার্টফোন হস্তান্তর করা হয়। আমি তার ভবিষ্যত শিক্ষা জীবনের সফলতা কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *