[english_date]।[bangla_date]।[bangla_day]

দেশের বিভিন্ন প্রান্তে লোটাস বাড চ্যারিটি ফোরামের উদ্যোগে ছিন্নমূল শিশুদের আম বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধি ঃ

বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে দারিদ্র্য সীমার নিচে বসবাস করা মানুষদের পক্ষে দু’বেলা আহার যোগাড় করাই কষ্টসাধ্য ব্যাপার। সেখানে মৌসুমে ফল খাওয়ার কথা চিন্তাই করা যায় না। অধিকন্তু, আমরা জানি যে, ফরমালিন ও ফল দুটোই বর্তমানে সমার্থক শব্দ। তাই এই বিষয়গুলো মাথায় রেখে এ স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন ও লোটাস বাড চ্যারিটি ফোরামের উদ্যোগে আজ ১২ জুন, রোজ রবিবার ঢাকার পিএইচডি স্কুল-হাজারীবাগ, স্নেহের ছায়া পাঠশালা-রায়ের বাজার এ দু’টি স্কুলের ৩৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ফরমালিন মুক্ত আম বিতরণ করা হয়েছে।

এছাড়াও, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন ও পার্শ্ববর্তী এলাকা, চাঁদপুরের মোলহেড স্টেশনের পথশিশু ও কয়েকটি প্রতিষ্ঠান এবং মতলব দক্ষিণ উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষ ও ছিন্নমূল শিশুদের মাঝে আম বিতরণ করা হয়। তাছাড়াও, কালিকাপুর ও দৌলতপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের হতদরিদ্র শিশুদের মাঝে প্রায় ১০০০ কেজি আম বিতরণ করা হয়েছে।

স্বেচ্ছাসেবীরা জানান, আম বিতরণ অনুষ্ঠানে শিশুদের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। তাদের এ উচ্ছ্বাস আমাদের ক্লান্তিকে তৃপ্তিতে পরিণত করেছে। পরিশেষে, আমরা বিশ্বাস করি আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সুন্দর, ক্ষুধামুক্ত সমাজ তৈরি হবে।

আম উৎসবে উপস্থিত ছিলেন জনাম কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার(বাঘা, রাজশাহী), মো. রাকিবুল হাসান, প্রতিষ্ঠাতা লোটাস-বাড চ্যারিটি ফোরাম এবং দুটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *