[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়া থানা পুলিশ ৪০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ।

নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি।

 

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ উখড়া গ্রামের মাহাতাব শেখের ছেলে হাফিজুর রহমান(৩১) কে গ্রেপ্তার করে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই মোঃ হামিদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে থানার হাসানপুর এলাকায় থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী থানার উখড়া গ্রামের মাহাতাব শেখের ছেলে হাফিজুর রহমান(৩১) কে গ্রেপ্তার করে।

এ সময় পুলিশের উপস্হিতি টের পেয়ে তার সহযোগী হাসানপুর গ্রামের জামির শেখের ছেলে মুরাদ শেখ(২৭)সহ অজ্ঞাত নামা আরো কয়েকজন পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

 

এবিষয়ে ডুুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *