[english_date]।[bangla_date]।[bangla_day]

গাজীপুরে গ্রেফতারী পরােয়ানাভুক্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১

নিজস্ব প্রতিবেদকঃ

সাহাদাত শিকদার ,গাজীপুর ,জেলা প্রতিনিধি।

 

গাজীপুরে ১১ আগস্ট বুধবার পোড়াবারি র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পােড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন কাড়ল সুরিচালা এলাকা হতে একাধিক মামলার গ্রেফতারী পরােয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার করেছে।

 

গত ১১/০৮/২০২১ খ্রিঃ তারিখে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পােড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বগুড়া

সদর এর সিআর মামলা নং-১০১১/১৪, ধারা-১৯৮০ সনের যৌতুক নিরােধ আইনের ৪ এবং প্রসেস নং-৭০০/১৬, তারিখঃ ০৭/১২/১৬খ্রিঃ এর ০২ বছরের সাজা পরােয়ানাসহ একাধিক সাজা ও গ্রেফতারী পরােয়ানাভুক্ত আসামী অবস্থান করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার, জিএম মাজহারুল ইসলামদ্বয়ের নেতৃত্বে তাৎক্ষণিক গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন কাড়ল সুরিচালা এলাকার জনৈক জহিরুল ইসলাম এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে মােঃ আনােয়ার পারভেজ, প্রােঃ কেজুয়েল কালেকশন, পিতা- মৃত আজাদুজ্জামান, সাং- ফুলবাড়ি, দক্ষিণপাড়া, হাজিপাড়া, থানা- সদর বগুড়া, জেলা- বগুড়া, এপি সাং-কাড়ল সুরিচালা (জহিরুল ইসলামের ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরােক্ত নাম ঠিকানা প্রকাশ করে।

 

গাজীপুর ক্যাম্পের র‌্যাব কর্মকর্তা এসআই মাহ্তাব উদ্দিন জানান- গােপন সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের সম্মানিত কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার, জিএম মাজহারুল ইসলামদ্বয়ের নেতৃত্বে গাজীপুর জেলার কালিয়াকৈর হতে দুই (০২) বছরের সাজা পরােয়ানাসহ একাধিক সাজা ও গ্রেফতারী পরােয়ানাভুক্ত আসামী আনােয়ার পারভেজকে গ্ৰেফতার করা হয়েছে।

 

ধৃত আসামীকে অফিসার ইনচার্জ, বগুড়া সদর থানা, বগুড়া জেলায় যথাযথ স্কটের মাধ্যমে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সােপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *