[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রায় যুবলীগ নেতা জাহাবাজ হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকী নিরাপত্তার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
কয়রায় যুবলীগ নেতা জাহাবাজ হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকীর প্রতিবাদে নিরাপত্তার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী উপজেলার জায়গীরমহল গ্রামের মােঃ ওমর আলীর মােল্যা পুত্র মােঃ আদম আলী মােল্যা।
২১ জুলাই সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানান, জমি-জমাকে কেন্দ্র করে ২০১৪ সালে আমার ভাই যুবলীগনেতা জাহাবাজ আলী মােল্যাকে প্রতিপক্ষ আলীমুদ্দিন মােল্যা গংরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। ঐ সময় আমি বাদী হয়ে কয়রা থানায় একটি হত্যা মামলা দায়ের করি। যার নং-৫ তাং ২৫/০২/২০১৪ ইং। আগামী ২৩ আগস্ট মামলার সাক্ষীর দিনধার্য থাকায় আসামী আরশাদ মােল্যা (৪২), ওসমান মােল্যা (৪১) ও আফসার মােল্যা (৪৫) সহ অনেকে বেপরােয়া হয়ে মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীকে বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছে। মামলা তুলে না নিলে বাদী ও সাক্ষীদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে এবং মৎস্য ঘের দখল করে নেওয়ার হুমকী দিচ্ছে। তিনি আরো বলেন, তারা ইতিমধ্যে আমার ৯ বিঘা মৎস্য ঘেরের মাছ লুটপাট করে নিয়েছে। তাদের হুমকীর কারণে আমি স্থানীয় মসজিদের ক্যাশিয়ার হয়েও মসজিদে নামাজ আদায় করতে যেতে পারিনা। এছাড়া মামলার ২নং সাক্ষী আমাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল হােসেনের মৎস্য ঘেরে আসামীরা জােরপূর্বক দখল করার পায়তারা করছে। তারা আমাদী ইউনিয়ন যুবলীগর সহ-সভাপতি মাঃ আজম মােল্যা ও ১ নং ওয়ার্ড আ’লীগের সদস্য ফজর গাজীর মৎস্য ঘের দখল করে নিয়েছে। আমি নিরুপায় হয়ে আসামীদের বিরুদ্ধে কয়রা থানায় একাধিক জিডি করেছি। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএস এম দােহা (বিপিএম) বলেন, মৎস্য ঘের দখল করার বিষয়ে আমার জানা নেই। অভিযােগ পেলে তাৎক্ষণিক ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া জিডির ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়রা,খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২১/০৭/২২ ইং ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *