নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা।
খুলনার কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
২১ জুন দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও ক্লাইমেট স্মার্ট প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান। শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় অবহিতকরণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্যানেল চেয়ারম্যান আঃ সালাম, অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সরেজমিন গবেষনা বিভাগের বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, উপসহকারী কৃষি অফিসার অনুতব সরকার, স্থানীয় কৃষক স্নেহ মুকুল, বটোকৃঞ্চ ঢালী, রেশমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, কৃষি ব্যাবসায়ী, সহ স্থানীয় কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২১/০৬/২২ ইং।
Leave a Reply