নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
খুলনার কয়রায় এক আদিবাসী মুণ্ডা নারী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন।
গত রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কয়রা থানা পুলিশ গণধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার কর থানা হেফাজতে নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার রাতে বাসায় তার শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন ঐ আদিবাসি মুণ্ডা নারী। এ অবস্থায় ঘরের দরজা ভেঙ্গে দুস্কৃতকারীরা ওই নারীর মুখ বেঁধে উপর্যুপরি ধর্ষণ করে পালিয় যায়। পরে ওই নারীর চিৎকারে আশেপাশের লােকজন জড়াে হয়ে তাক উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ওই নারীকে কয়রা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য শেখ সােহরাব হােসেন জানান, আদিবাসী নারীর স্বামী ইট ভাটায় শ্রমিকের কাজ করে। যে কারণে বছরের ছয় মাস তাকে বাইরে থাকতে হয়। এ সুযাগে দুর্বত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তাদের দু’ বছরের একটি সন্তান রয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হােসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযাগে ৪ জনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলেও জানান তিনি।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ-১৮/০৪/২২ ইং।
Leave a Reply