[english_date]।[bangla_date]।[bangla_day]

কেশবপুরে সাতবাড়িয়া ইউনিয়নে ৪টি ওয়ার্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান কেশবপুর প্রতিনিধি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলার ১০৮ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের জন্য ৫ হাজার কেজি চাল ও নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন। সাতবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর পরিচালনায় ভালুকঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর,শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ,কার্যনির্বাহী কমিটির সদস্য শেখর রঞ্জন দাস,উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক সরদার মুনসুর আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান,পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার,পৌর আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *