আজিজুর রহমান কেশবপুর প্রতিনিধি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলার ১০৮ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের জন্য ৫ হাজার কেজি চাল ও নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন। সাতবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর পরিচালনায় ভালুকঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর,শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ,কার্যনির্বাহী কমিটির সদস্য শেখর রঞ্জন দাস,উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক সরদার মুনসুর আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান,পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার,পৌর আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান প্রমুখ।