কেশবপুরে মজিদপুর ইউনিয়নে ৪টি ওয়ার্ড আওয়ামী লীগের
জাতীয় শোক দিবস পালন
আজিজুর রহমান,জেলা (যশোর)প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ২৬ আগস্ট শনিবার বিকেলে কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের জন্য ৫ হাজার কেজি চাউল ও নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন। ৩নং মজিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ইউপি সদস্য ও যুবলীগ নেতা জিয়াউর রহমানের সঞ্চালনায় লক্ষীনাথকাঠি দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার,কোষাধক্ষ্য স্বপন মুখার্জি,কার্যানির্বাহীন কমিটির
সদস্য শেখর রঞ্জন দাস,উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী,পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরো,
পৌর আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা আব্দুল লতিফ রানা,মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
Leave a Reply