[english_date]।[bangla_date]।[bangla_day]

কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে নারীর মৃত্যু-জীবিত উদ্ধার ১০ ।

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্রগ্রাম ) প্রতিনিধি।

 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজের ধাক্কায় সাম্পান উল্টে লায়লা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় সাম্পান মাঝিসহ ১০ যাত্রীকে উদ্ধার করেছে স্থানীয়রা।

 

গত বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭ টায় নগরীর বাংলাবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত যাত্রী কর্ণফুলী উপজেলার ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাল মিয়ার স্ত্রী লায়লা বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় মাঝি মোহাম্মদ ইলিয়াছ তার সাম্পান নিয়ে বাংলাবাজার ঘাট থেকে দক্ষিণ পাড়ে আসছিল। এসময় স্রোতের তোড়ে এমবি কেবলাতাইন ১৬ নামের এক জাহাজের ধাক্কায় উল্টে যায় সাম্পানটি। এতে সাম্পানে থাকা ১১ যাত্রী পানিতে পড়ে যায়। এর মধ্যে এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট নৌ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী ‌‘নৌ দুর্ঘটনায় একজন নারী মৃত্যুবরণ করেছেন। মাঝিসহ তাদের ১০ জনকে জীবিত উদ্ধার করা হয় । এক নারীর মৃত্যু হইছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *