[english_date]।[bangla_date]।[bangla_day]

অবশেষে সাংবাদিক মুক্তার হোসেনের ডুমারিয়া উপজেলা থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলসহ আরো পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ

অবশেষে সাংবাদিক মুক্তার হোসেনের ডুমারিয়া উপজেলা থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলসহ আরো পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি খুলনা

খুলনা ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আন্তঃজেলা মোটরসাইকেল চোর সেন্ডিকেটের দুই জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান (বিপিএম)’র দিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা সহকারি পুলিশ সুপার (সার্কেল বি) মোস্তাফিজুর রহমান এবং থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম)’র নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খুলনা, যশোর,সাতক্ষীরা ও কালিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ৫টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল উদ্ধার করে।
এসময় মোটরসাইকেলের লক তালা ভাঙ্গার ২টি মাস্টার কিং চাবি,৩ টি টুপি উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত হলো সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন কাকশিয়ালী গ্রামের মোঃ আহছান আলির ছেলে সালাউদ্দিন (৩১ ) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালি গ্রামের মোঃ বাহাদুর শেখের ছেলে-মোঃ সম্রাট ইসলাম শান্ত (১৯)। বর্তমান খুলনা মহানগরীর জিরোপয়েন্ট। উদ্ধার কৃত মোটরসাইকেলের মধ্যে ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি সদস্য সাংবাদিক মোক্তার হোসেনের ব্লু রঙ্গের এ্যাপাসি আরটি,অজ্ঞাত মালিকের কালো রঙ্গের পালসার,কালো লাল রঙ্গের ডিসকভার,এফ জেড এস ও হিরোহোন্ডা সহ মোট ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫ টায় ডুমুরিয়া থানা চত্বরে প্রেস প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া। সাংবাদিক মুক্তার হোসেন বলেন আল্লাহর কাছে শুকরিয়া যে আমার গাড়িটি উদ্ধার হয়েছে তিনি খুলনা এসপি, বিসাইকেল এসপি সহ ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ধন্যবাদ জানিয়েছেন, ডুমুরিয়ার সাংবাদিক মহল মোটরসাইকেল উদ্ধার করাকে স্বাগতম জানিয়েছেন ,সেই সাথে তারা বলেছেন সাংবাদিকদের মোটরসাইকেলসহ যেকোনো মালামালের ক্ষয়ক্ষতি সাধাণ করবে, তাদেরকে আইনগত আওতাই এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এই মোটরসাইকেল উদ্ধার করে প্রশাসন দৃষ্টান্ত স্থাপন করলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *