১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ।৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।মঙ্গলবার

৮৭ উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদকঃ

সোনাই ডেক্স:আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের ৮৭ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (৯ ফেব্রুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, এটি তালিকা প্রকাশের প্রথম ধাপ। ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে।

তৃণমূল থেকে নামের সুপারিশ নিয়ে অভিযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সব বিবেচনা করেই মনোনয়ন বোর্ড নমিনেশন দিয়েছে। সার্বিক শৃঙ্খলা, সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা:

রাজশাহী বিভাগ: জয়পুরহাট জেলা থেকে জয়পুরহাট-এসএম সোলায়মান আলী, পাঁচবিবি-মো. মনিরুল শহিদ মন্ডল, আক্কেলপুর-আব্দুস সালাম আকন্দ, কালাই-মো. মিনফুজুর রহমান, ক্ষেতলাল-মো. মোস্তাকিম মন্ডল।

রাজশাহী জেলা থেকে পবা-মো. মুনসুর রহমান, তানোর-মো. লুৎফর হায়দার রশীদ, পুঠিয়া-মো. জিএম হিরা বাচ্চু, দূর্গাপুর-মো. নজরুল ইসলাম, বাঘা-মো. লায়েব উদ্দীন, গোদাগাড়ী-জাহাঙ্গীর আলম, চারঘাট-মো. ফকরুল ইসলাম, মোহনপুর-মো. আব্দুস সালাম, বাগমারা-অনিল কুমার সরকার।

নাটোর জেলা থেকে নাটোর সদর-মো. শরিফুল ইসলাম রমজান, গুরুদাসপুর-মো. জাহিদুল ইসলাম, বাগাতিপাড়া-মো. সেকেন্দার রহমান, সিংড়া-মো. শফিকুল ইসলাম, বড়াইগ্রাম-মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, লালপুর-মো. ইসাহাক আলী।

সিরাজগঞ্জ জেলা থেকে সিরাজগঞ্জ সদর-মোহাম্মদ রিয়াজ উদ্দিন, চৌহালী-মো. ফারুক হোসেন, কাজীপুর-মো. খলিলুর রহমান সিরাজী, রায়গঞ্জ-ইমরুল হোসেন তাং, উল্লাপাড়া-মো. শফিকুল ইসলাম, শাহজাদপুর-মো. আজাদ রহমান, বেলকুচি-মো. আলী আকন্দ, তাড়াশ-সঞ্জিত কুমার কর্মকার।

রংপুর বিভাগ: পঞ্চগড় জেলা থেকে পঞ্চগড় সদর-মো. আমিরুল ইসলাম, তেঁতুলিয়া-কাজী মাহামুদুর রহমান, দেবীগঞ্জ-মো. হাসনাৎ জামান চৌধুরী (জর্জ), বোদা-মো. ফারুক আলম, আটোয়ারি-মো. তৌহিদুল ইসলাম।

নীলফামারী জেলা থেকে নীলফামারী সদর-শাহিদ মাহমুদ, ডোমার-তোফায়েল আহমেদ, ডিমলা-মো. তবিবুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা), সৈয়দপুর-মো. মোখছেদুল মোমিন, কিশোরগঞ্জ-মো. জাকির হোসেন বাবুল, জলঢাকা-মো. আনছার আলী (মিন্টু)।

লালমনিরহাট জেলা থেকে লালমনিরহাট সদর-মো. নজরুল হক পটোয়ারী ভোলা, পাটগ্রাম-মো. রুহুল আমিন বাবুল, হাতীবান্ধা-মো. লিয়াকত হোসেন, আদিতমারী-মো. রফিকুল আলম, কালীগঞ্জ-মাহবুবুজ্জামান আহমেদ।

কুড়িগ্রাম জেলা থেকে নাগেশ্বরী-মোস্তফা জামান, উলিপুর-মো. গোলাম হোসেন মন্টু, চিলমারী-শওকত আলী সরকার, রৌমারী-মো. মজিবুর রহমান, ভুরুঙ্গামারী-মো. নুরুন্নবী চৌধুরী, রাজারহাট-আবু নুর মো. আক্তারুজ্জামান, ফুলবাড়ী-মো. আতাউর রহমান, রাজিবপুর-মো. শফিউল আলম, কুড়িগ্রাম সদর-আমান উদ্দিন আহমেদ।

ময়মনসিংহ বিভাগ: জামালপুর জেলা থেকে জামালপুর সদর-মোহাম্মদ আবুল হোসেন, বকশীগঞ্জ-একেএম সাইফুল ইসলাম, দেওয়ানগঞ্জ-মো. আবুল কালাম আজাদ, মেলান্দহ-মো. কামরুজ্জামান, মাদারগঞ্জ-মো. ওবায়দুর রহমান বেলাল, সরিষাবাড়ী-মো. গিয়াস উদ্দিন পাঠান, ইসলামপুর-এসএম জামাল আব্দুন নাছের।

নেত্রকোণা জেলা থেকে নেত্রকোণা সদর-মো. তফসির উদ্দিন খান, খালিয়াজুরী-গোলাম কিবরিয়ার জব্বার, দূর্গাপুর-মোহাম্মদ এমদাদুল হক খান, মোহনগঞ্জ-মো. শহীদ ইকবাল, বারহাট্টা-মো. গোলাম রসুল তালুকদার, কলমাকান্দা-মো. আব্দুল খালেক, মদন-মো. হাবিবুর রহমান, পূর্বধলা-জাহিদুল ইসলাম সুজন, কেন্দুয়া-মো. নুরুল ইসলাম।

সিলেট বিভাগ: হবিগঞ্জ জেলা থেকে হবিগঞ্জ সদর-মো. মশিউর রহমান শামীম, নবীগঞ্জ-মো. আলমগীর চৌধুরী, লাখাই-মো. মুশফিউল আলম আজাদ, বাহুবল-মো. আব্দুল হাই, মাধবপুর-আতিকুর রহমান, চুনারুঘাট-মো. আব্দুল কাদির লস্কর, আজমিরীগঞ্জ-মো. মর্ত্তুজা হাসান, বানিয়াচং-মো. আবুল কাশেম চৌধুরী।

সুনামগঞ্জ জেলা থেকে সুনামগঞ্জ সদর-মো. খায়রুল হুদা, জামালগঞ্জ-মো. ইউসুফ আল আজাদ, শাল্লা-চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, বিশ্বম্ভরপুর-মো. রফিকুল ইসলাম তালুকদার, ধর্মপাশা-শামীম আহমেদ মুরাদ, ছাতক-মো. ফজলুর রহমান, দোয়ারাবাজার-আব্দুর রহিম, দিরাই-প্রদীপ রায়, তাহিরপুর-করুণা সিন্ধু চৌধুরী বাবলু, দক্ষিণ সুনামগঞ্জ-মোঃ আবুল কালাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা সদরের নিকবর্তী গোপালপুর সড়কে কুলখালী নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে দশটায় নিজ বাইসাইকেল যোগে নিজ বাড়ী উপজেলার নুরনগর ইউপির নুরনগর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। এ সময় গোপালপুর মুক্তিযোদ্ধা সড়কে কুলখালী নামকস্থানে নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে সাইকেল সহ পড়ে যান। নির্মানাধীন বক্স কালভার্টের বাহিরে বের হওয়া লোহার রড তার মাথায় ছিদ্র হয়ে ঢুকে যেয়ে এক পাশ থেকে অপরপাশে বের হয়ে যায় পর স্থানীয়রা শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিছুর রহমান মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর প্রেসকাবের সাবেক সভাপতি আকবর কবীর বলেন কিছুদিন পূর্বে এই বক্স কালভার্ট তৈরী করতে যেয়ে একই সড়কে মোমিন মল্লিক নামে এক শ্রমিক মারা যান। তিনি আরও বলেন  নির্মানাধীন বক্স কালভার্টের  ঠিকাদার হিসাবে কাজ করছেন এস এম আবুল বাসার।

নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান সহ সকল সাংবাদিকবৃন্দ, সুন্দরবন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- নিহত নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২৭.৭.২৪

নীলাকাশ টুডের সম্পাদক নুরুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহত।