মৌলভী বাজার জেলার কমল গঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের এক হতদরিদ্র দিনমুজুর মৃত চৈতন্য মালাকারের মেয়ে সীমা রানী মালাকার বাঁচতে চায়। পিতৃ হীন সীমারানীর হার্ট ছিদ্র হয়ে ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি ছিল। ডাক্তার বলেছে যত দ্রুত সম্ভব ভারতে নিয়ে উন্নত চিকিৎসা অপারেশন করালে সুস্থ হওয়া সম্ভব। যা তাদের পরিবারের পক্ষে সম্ভব নয়। বর্তমানে সে দিনদিন মৃত্যুও দিকে চলে যাচ্ছে। দেশ-বিদেশের সবার কাছে সে সাহায্যের আবেদন করেছে। হয়তো সবার সাহায্য সহযোগীতা পেলে সীমারানী আবার ফিরে পেতে পারে তার নতুন জীবন।
সাহায্য ও যোগাযোগের ঠিকাকানা
সীমারানী মালাকার
সঞ্চয়ী হিসাব নং-৫৮১৩১০১০১০৯৮১
সোনালী ব্যাংক মুন্সী বাজার শাখা, মৌলভী বাজার।
বিকাশ-০১৮৪৩-৩২৭৮১৩
স্বপন মালাকার (সীমা রানীর ভাই),বেবীস্টেন্ড,হবিগঞ্জ।
Leave a Reply