স্বপন মাহমুদ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
আসন্ন ইউপি নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল মালেকের নির্বাচনি প্রচারণায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১নভেম্বর) সন্ধ্যা রাতে ডোয়াইল ইউনিয়নের টাংগাইল রাজিব দিয়ার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় টাংগাইল রাজিব দিয়ার জামে মসজিদে সাধারন সম্পাদক হাসমত আলীর সভাপতিত্বে অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বাচ্চু, সোহেল রানা, আজিজ মন্ডল, নুরুল ইসলাম, আব্দুল কিনা মন্ডল, শাহজাহান মন্ডল, সুলতান মাহমুদ, রিপন মিয়া, মিজানুর রহমান বাবু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সুমন মিয়া, ফরিদ মিয়া, শাকিল মিয়া প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় মেম্বার পদপ্রার্থী আব্দুল মালেক সকলের উদ্দেশ্যে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমি ডোয়াইল ইউনিয়নে ১নং ওয়ার্ডের চরবালিয়া, চরপাড়া, ও টাংগাইল রাজিব দিয়ারসহ তিন এলাকার মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। আপনারা যদি আমাকে সহযোগীতা করেন তাহলে আমি মেম্বার হিসেবে জয়ী হতে পারবো। তিনি আরো বলেন, এই তিনটি গ্রামের রাস্তা-ঘাটে অবস্থা খুবই খারাপ। এক কথায় আমরা অন্যান্য ওয়ার্ডের চেয়ে খুব খারাপ রাস্তা দিয়ে চলাচল করি, বিভিন্ন দুর্ভোগের মধ্যে আমাদের চলতে হয়। তাই আপনাদের দোয়া এবং সহযোগীতা নিয়ে ১নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে সকল দুর্ভোগ লাগবে চেষ্টা করতে চাই। আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
Leave a Reply