নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে জাগো ফাউন্ডেশনের ভিবিডির আয়োজনে অসহায় দুস্থ্যরোগীদের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা বামুনিয়া এলাকায় ৩ টি কেন্দ্রে এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ডাঃ ছামিউল ইসলাম বাপ্পি, ডাঃ আব্দুল আলিম,ডাঃ জান্নাতুল ফেরদৌস ডিইউএমএস (বিইউএএমসি), বামুনিয়া সমবায় ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, ভিবিডি রাজশাহী ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, ভিবিডি বগুড়া জেলার সভাপতি আবু হাসান, নাহিদ হাসান, এম আহমেদ রনি, স্নেশীস ভৌমিক, মাহমুদুল হাসান সহ ভিবিডি সদস্যবৃন্দ।
দিনব্যাপী এ ফ্রি ক্যাম্পেইনে বামুনিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প বামুনিয়া বারআঞ্জুল এলাকার ৫ শতাধিক অসহায় দুস্থ রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে।
Leave a Reply