মোঃ মাসুদ রানা রাশেদ:
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের হাতুড়া (দেবদেবীরহাট)র দক্ষিণ পার্শ্বে তিনমাথা রাস্তার মাঝখানে সুসজ্জিত লক্ষ্মী প্রতিমা কে বা কাহারা ভেঙ্গে রেখেছে।
জানা গেছে, বুধবার (৪ আগস্ট) এস সাধন রায় নামের ফেসবুক অ্যাকাউন্টে লক্ষ্মী প্রতিমা ভাঙ্গা ছবি ভাইরাল হয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের হাতুড়া (দেবদেবীরহাট)র দক্ষিণ পার্শ্বে তিনমাথা রাস্তায় কে বা কাহারা একটি লক্ষ্মী প্রতিমা ভেঙ্গে রেখে যায়। এস সাধন রায় ছবিগুলো তার ফেসবুকে পোস্ট করে। এই ছবিগুলো পোস্টের পর পরেই মুহুর্তে শত শত গ্রামবাসী তিন রাস্তার মোড়ে ভাঙ্গা প্রতিমাটি দেখতে ভীড় জমায়। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।
এদিকে বুধবার (৪ আগস্ট) রাতে বিশ্বনাথ রায় (৫৭) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ০৩/০৮/২০২১ইং তারিখে প্রতিদিনের ন্যায় ঠাকুর ভক্তি করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ০৪/০৮/২০২১ইং তারিখ সকাল ৮:০০ঘটিকার দিকে আমার ছোট ভাই শ্রী কৃষ্ণ চন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতি শেফালী রাণী বাড়ির বাহিরে উঠানের লক্ষ্মী প্রতিমাকে পূজা দেয়ার জন্য গিয়ে দেখতে পান মন্দিরে লক্ষ্মী প্রতিমাটি নেই। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করিয়া ডাকিলে আমি, আমার স্ত্রী, আমার সন্তানসহ সকলে গিয়ে দেখতে পাই ঠাকুর ঘরের দরজা খোলা ও ঘরের ভিতরে লক্ষ্মী প্রতিমাটি নেই। অনেক লোকজনকে ঘটনার বিষয়ে জানিয়ে আমার হারিয়ে যাওয়া প্রতিমাটি খুঁজতে থাকি। কিছুক্ষণ পর লোকমুখে শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখি আমার বাড়ির পশ্চিম পাশে অনুমানিক ৫শত গজ দূরে দেবদেবীরহাটের দক্ষিণ পাশে তিন মাথা রাস্তার মাঝ খানে কে বা কাহারা আমার লক্ষ্মী প্রতিমাটি ভেঙ্গে ফেলে রেখেছে। পরবর্তিতে রাত্রি ৮:০০ঘটিকায় ভাঙ্গা লক্ষ্মী প্রতিমাটি আমার ছেলে মন্দিরে নিয়ে গিয়ে রাখেন। উক্ত ঘটনার কারনে আমার পরিবারের লোকজন, এলাকাবাসীসহ সকল সনাতন ধর্মাবলম্বীরা মর্মাহত ও ভীষণ আতংকিত।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের বলেন, বিষয়টি নজরে এসেছে। দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply