রায়গঞ্জের নিমগাছীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ আতিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজারে রায়গঞ্জ থানা কর্তৃক আত্মহত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন মুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে বিট পুলিশিং সমাবেশে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল ইমরান রহমান, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, রায়গঞ্জ থানার তদন্ত ওসি কমল কুমার দেবনাথ। এছাড়াও সোনাখাড়া ইউনিয়নের সকল এলাকার উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও নারী, জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী, শিক্ষক, মসজিদের ইমাম সহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
বিট পুলিশ সমাবেশে নারী নির্যাতন ও ধর্ষণ, আত্মহত্যা বিরোধী প্রচার প্রচারণা ও বক্তব্য প্রদানের মাধ্যমে জনসাধারণকে নারী নির্যাতন ও ধর্ষনের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানানো হয়। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার জন্য আহবান জানানো হয়। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলার জন্য মাস্ক ব্যবহার সহ বিভিন্ন সচেতনতামূলক তথ্য নিয়ে এলাকাবাসীর সাথে আলোচনা করা হয়।
উক্ত সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলেছে। দেশের সেবায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সাথে জনগণের কল্যাণে সচেষ্টভাবে কাজ করছে বলে তিনি জানান।
Leave a Reply