নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা থানা পুলিশের বিশেষ এক অভিযানে দেশীয় মদসহ (চোলাই মদ) ২ জনকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার নূরুল্যাবাদ ঋষিপাড়া এলাকা থেকে পুলিশের বিশেষ এক অভিযানে ১০ লিটার চোলাই মদসহ উপজেলার গোপালপুর গ্রামের মৃত রহিম উদ্দিন শাহের ছেলে মোঃ সাইফুল ইসলাম শাহ (৪৫) ও গোয়াল মান্দা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৩৬) কে মদ বিক্রির সময় হাতেনাতে আটক করে।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, সোমবার সন্ধা সাড়ে ৬ টার সময় থানা পুলিশের অভিযানে দেশীয় মদসহ দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply