মাধবপুর প্রতিনিধি।।হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সহকারী কমিশনার(ভুমি) মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক,প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ।
Leave a Reply