মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন মনোয়নপত্র দাখিল করেছেন ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রার্থীরা উপজেলা নির্বাচন কমকর্তার অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আতিকুর রহমান আতিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন এসএফএএম শাহজাহান ও মোঃ এহতেশাম উল বার চৌধুরী ।
ভাইস চেয়ারম্যান মনোনয়ন পত্র দাখিল করেছেন আব্দুল আজিজ, মজিব উদ্দিন তালুকদার, শ্রীধাম দাশ গুপ্ত, বাবুল হোসেন খাঁন।
মহিলা ভাইস চেয়ারমান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, মোছাঃ জাহানারা বেগম, মরিয়ম রহমান (বাবুনী), নাজমা পাঠান,মোছাঃ রোকেয়া আক্তার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply