মাধবপুর প্রতিনিধি:মাধবপুর উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪ হাজার ৫২ জন পরীক্ষার্থী। তবে,এবার আরো সুন্দর ও সুস্ঠু পরিবেশে শিক্ষার্ত্রীরা পরীক্ষা দেবে বলে অভিভাবকদের প্রত্যাশা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলার ৩৩টি মাধ্যমিক স্কুলের ৪হাজার ৫২জন শিক্ষার্থী আজকের পরীক্ষায় অংশ নিবেন। এর মধ্যে ১হাজার ৮শ ১০জন ছেলে ও ২হাজার ১শ ৪১জন মেয়ে। পরীক্ষা সুষ্ঠু পরিবেশে হবে এ আশাবাদ তিনি ব্যক্ত করেন।
জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫টি কেন্দ্রে মোট ৪ হাজার ৫২ জন পরীক্ষার্থী মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিবেন। তবে এ সংখ্যায় কমে আসতে পারে বলে জানান বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক।
৫টি কেন্দ্রের মাঝে গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬৬৬জন, চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজে ৬৬২জন, জগদীশপুর জে সি স্কুল এন্ড কলেজে ১৪১৭জন, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮৮৪জন ও মাধবপুর দরগাহ বাড়ী দাখিল মাদ্রাসায় ২৯৩ জন পরীক্ষায় অংশ নিবেন।
Leave a Reply