মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাকুচাইল গ্রামে শুক্রবার ভোর রাতে এক অগ্নিকান্ডে তিন ঘর ও এতে রক্ষিত ধান রবিশষ্য সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত সোয়া বারোটার দিকে ঔ গ্রামের ক্বারি মোঃ ফরাসউদ্দিনের বাড়িতে বিদুৎতের তার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চতুর দিকে ছড়িয়ে পড়ে। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল ইসলাম জানান,খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Leave a Reply