মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি
পয়ারী দ্বিতীয় খন্ড গ্রামের বরবাইদ বিলের জলবদ্ধতা নিরসনে খাসজমিতে দ্রুত খাল খননের দাবীতে পয়ারী ও রহিমগঞ্জ ইউনিয়নের কৃষক ও ভুক্তভোগী লোকজন মানব বন্ধন করে। আজ ৯ জানয়ারী – ২০২২, বেলা দুইটার দিকে ফুলপুর বাসষ্ট্যান্ডের ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে সামনে দুইটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষ মানববন্ধনে অংশ নেয়। এরপর ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। জলবদ্ধতার কারণে কয়েক হাজার একর জমির ফসল নষ্ট হয় ও ফসলবিহীন থাকে বলে মানব বদ্ধনে আসা লোকজন দাবী করেন।
Leave a Reply