১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ।৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।মঙ্গলবার

প্রতিশ্রুতিতেই আটকা চৌহালীর কাচা রাস্তা

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ আলমগীর হোসেন চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জরে চৌহালী উপজলোর বাঘুটয়িা ইউনয়িনরে একমাত্র কাচাঁ রাস্তাটি দর্ঘ্যিদনি মরোমতরে অভাবে খানাখন্দে ভরে গেছে। যে রাস্তা ব্যবহার করে দক্ষনিাঞ্চলে বসবাসকারীরা উপজলো সদরে যাতায়াত কর।র্বষা মৌসুমসহ প্রায় সারা বছরই এ কাচাঁ সড়কে র্দুভােগ পোহাতে হয় উপজলোর দক্ষনিাঞ্চলরে বাসন্দিাদরে। যানবাহন চলাচলে ব্যঘাত ঘটায় এ অঞ্চলরে কৃষি পণ্য সহ সকল প্রকার পণ্য পরবিহনে ভোগান্তরি পাশাপাশি অতরিক্তি র্অথ খরচ করতে হয়। বছররে বছর ধরে এলাকাবাসী রাস্তাটরি পাকাঁকরণরে দাবী করলওে চৌহালী এলজইিডি মৌখকি আশ্বাস দলিওে এখনো র্কাযকারী কোনো পদক্ষপে দখেছে না এলাকাবাস।
অন্যদকিে জরুরী প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নতিে হলে মোটরসাইকলে, ঘোড়ার গাড়ী ও কাধে খাটয়িা নয়ো ছাড়া আর কোনো উপায় থাকে না, তবে র্বষা মৌসুমে কছিুদনি নৌকায় যাতায়াত করা যায় কছিু আরাম। বন্যৈা মোড় থকেে রহোইপুকুরয়িা বাজার-বাঘুটয়িা ইউপি র্কাযালয় হয়ে বনিানই মরা নদী র্পযন্ত এবং বনিানই হাসপাতাল মোড় থকেে সলমিাবাদ ব্রজি র্পযন্ত একটি রাস্তাই বদলে দতিে পারে এলাকাবাসরি চলাচলরে চত্রি ও র্অথনতৈকি র্কমকান্ড।
বনিানই গ্রামরে আব্দুল মালকে মোল্লা জানান, আমাদরে দক্ষনিাঞ্চলে কোনো পাকাঁ সড়ক নইে। গুরুত্বর্পুণ এলাকায় ৩/৪ টি কাচা রাস্তা রয়ছেে তাও সংস্কাররে অভাবে জরাজর্ণি চলাচলরে অযোগ্য। বাঘুটয়িা, খাষপুকুরয়িা ও উমারপুর ইউনয়িনবাসরি চরম কষ্টরে মাঝে ইউপি র্কাযালয়, হাটবাজার, শক্ষিা প্রতষ্ঠিান ও উপজলোয় তাদরে দনৈন্দনি কাজর্কম করতে হয়। বৃষ্টরি মৌসুমে রাস্তায় র্গতরে সৃষ্টি হয়ে পানি আর কাদায় সড়ক ব্যবহারে অযোগ্য হয়ে থাক।ে নর্বিাচন এলইে রাজনতৈকি নতোরা নানা উন্নয়নরে প্রতশ্রিæতি দয়িে ভোট নয়ে এবং পরে সব ভুলে যায় বলে অভযিোগ করনে অনকেইে। রাস্তাটরি ব্যপারে জানতে চাইলে
উপজলো প্রকৌশলী (এলজইিড) মোঃ শাখাওয়াত হোসনে বলনে- রাস্তাটি পাবনা-বগুরা প্রকল্পরে ২য় ফজে এর অনুমোদনে আছ,২০২১-২২ র্অথবছরে টন্ডোর প্রক্রয়িা শষে হবে এবং টন্ডোর হলে কাজ শুরু করা যাব।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা সদরের নিকবর্তী গোপালপুর সড়কে কুলখালী নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে দশটায় নিজ বাইসাইকেল যোগে নিজ বাড়ী উপজেলার নুরনগর ইউপির নুরনগর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। এ সময় গোপালপুর মুক্তিযোদ্ধা সড়কে কুলখালী নামকস্থানে নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে সাইকেল সহ পড়ে যান। নির্মানাধীন বক্স কালভার্টের বাহিরে বের হওয়া লোহার রড তার মাথায় ছিদ্র হয়ে ঢুকে যেয়ে এক পাশ থেকে অপরপাশে বের হয়ে যায় পর স্থানীয়রা শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিছুর রহমান মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর প্রেসকাবের সাবেক সভাপতি আকবর কবীর বলেন কিছুদিন পূর্বে এই বক্স কালভার্ট তৈরী করতে যেয়ে একই সড়কে মোমিন মল্লিক নামে এক শ্রমিক মারা যান। তিনি আরও বলেন  নির্মানাধীন বক্স কালভার্টের  ঠিকাদার হিসাবে কাজ করছেন এস এম আবুল বাসার।

নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান সহ সকল সাংবাদিকবৃন্দ, সুন্দরবন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- নিহত নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২৭.৭.২৪

নীলাকাশ টুডের সম্পাদক নুরুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহত।