ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ-
মুদি দোকানী পাওনা টাকা চাওয়ার অপরাধে হরিণাকুন্ডু উপজেলার রামনগর বটতলা বাজারের মুদি ব্যবসায়ী মৃত আহমদের ছেলে রহমানের এলোপাতাড়ি পিটিয়ে ও নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে ঘটনা স্থল ত্যাগ করেছে রমনগর গ্রামের আমির উদ্দিনের ছেলে গমির(৬০),সলেমানের ছেলে শরিফুল,হরিশপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হিল্লাল,।
আজ রাত আনুমানিক ৯ টার দিকে রামনগর বটতলা বাজারের মুদি ব্যবসায়ী রহমান তাহার নিজ দোকানের সামনে বসে থাকা অবস্থায় গমির উদ্দিনকে দেখতে পায় এবং অন্য দোকান থেকে তাহার নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করছে, গমির উদ্দিনের কাছে রহমান জেরের টাকা চাইলে গমির এবং তাহার দল বল এবং ভাইদের নিয়ে মুদি দোকানীকে এলোপাতাড়ি ভাবে মেরে পালিয়ে যাই। পরে স্থানীয় লোকজন টের পেয়ে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ভবানী পুর পুলিশ ক্যাম্পের এস আই বাবলু ঘটনাটি জানতে পরে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এলাকা শান্ত করে। এই মর্মে হরিণাকুন্ডু থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
Leave a Reply