তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে ৪০ পিচ ইয়াবাসহ আজিজার ( গাটু) (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ,
নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল।
আজ সোমবার দুপুরে জেলা শহরের আরাজি কুখাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ী কে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দানকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব আব্দুর রহিমের সাথে কথা হলে তিনি জানান আমরা গোপনে সংবাদ পাই যে জেলা শহরের আরাজি কুখাপাড়া নামক এলাকায় আজিজার রহমান ওরফে গাটু নামে এক ব্যক্তি ৪০ পিচ ইয়াবা নিয়ে যাচ্ছে তখন আমরা সেখানে অভিযান পরিচালনা করে আজিজার কে আটক করি এবং তার কাছ থেকে ৪০ পিচ ইয়াবা আটক করি যার বাজার মূল্য ১২ হাজার টাকা ।
এবং আজিজার রহমান ওরফে গাটু আরাজি কুখাপাড়া গ্রামের তফির উদ্দিনের ছেলে।
এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপ পরিদর্শক এনামুল হক বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে সদর থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক আব্দুর রহিম আরো বলেন আটক আজিজার রহমান কে মামলা দায়ের করার পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply