সন্তোষ কুমার সাহা, ধামইরহাট,( নওগাঁ) ।
নওগাঁর ধামইরহাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৭টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও ২টি পরিবারের মাঝে ২হাজার করে নগদ অর্থ বিতরণ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এর আগে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ওসি আবদুল মমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, প্রশিক্ষক মো. আলতাব হোসেন প্রমুখ।
Leave a Reply