সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে খাদ্য অধিদপ্তরের (ওএমএস)র খোলা বাজারে গত ২৪ জুলাই থেকে চাল ও আটা বিক্রি কার্যক্রম চালু হয়েছে। প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল ও আটা ক্রয় করতে লক্ষ্য করা গেছে। ধামইরহাট নিমতলি, উপজেলা পরিষদের সামনে ও আমাইতাড়া বাজারে ৩ টি স্থানে ডিলার নিয়োগের মাধ্যমে ওএমএস’র চাল ও আটা বিক্রি কার্যক্রম চলছে। প্রতিদিন একজন ডিলার দেড় মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছে। প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে মাথা পিছু ৫ কেজি করে বিক্রয় করা হচ্ছে।
সাধারণদের আটার চাহিদা বেশী থাকায় আটা বিক্রিতে ডিলারা হিমসিম খাচ্ছে। চাহিদার তুলনায় আটা সরবরাহ কম থাকায় লাইনে দাঁড়িয়ে অনেকেই আটা না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে। ফিরে যাওয়া ক্রেতাগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আটার সরবরাহ বৃদ্ধির অনুরোধ জানান।
ধামইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউর রহমান জানান, সরকারি বিধি মোতাবেক সুষ্ঠুভাবে ওএমএস চাল ও আটা বিক্রির কার্যক্রম পরিচালনার কঠোর নির্দেশনা রয়েছে।’
সন্তোষ কুমার সাহা
প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) । মোবা-০১৭১৩৭০২৮১৯ তাং ০২-০৮-২১
Leave a Reply