সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রনোদনার স্বল্পসুদে ৩৯ লাখ টাকা ঋণ দেওয়া হয় উপজেলার পল্লী উন্নয়ন দপ্তরের বিআরডিবি সমিতির অন্তর্ভুক্ত সদস্যদের।
করোনা পরিস্থিতিতে বৃহস্পতিবার ৫ আগস্ট সকাল ১০ টায় বিআরডিবির অডিটরিয়াম রুমে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ৪% সুদে সমিতিভুক্ত ৩৯ জন সদস্যদের প্রত্যেকে ১ লাক টাকার চেক প্রদান করা হয়। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মন্ডল এ চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে ঋণ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, সহকারী পল্লি উন্নয়ন অফিসার আঃ হক, উপজেলা কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতি ইউসিসির সভাপতি আঃ জব্বার মন্ডল, ব্যবসায়ী আলাল হোসেন প্রমুখ।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার বলেন, করোনার সময়ে ক্ষতিগ্রস্থরা ১ লাক টাকা থেকে ২৫ লাক টাকা পর্যন্ত ৪% সুদে ঋণ গ্রহীতারা ঋণ গ্রহন করতে পারবে।
Leave a Reply