শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় কোভিড-১৯ মহামারী সময়ে কর্মহীন, হতদরিদ্র মানুষদের খাদ্য সহায়তা প্রয়োজনে নিজ মোবাইল নম্বর থেকে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে নিবন্ধন করার বিষয়ে হ্যান্ডবিল বিতরণ ও মাইকে প্রচার করা হয়। ইজিবাইকযোগে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা সদর, মাগুরা, গঙ্গানন্দপুর, শিমুলিয়া, নাভারণ, গদখালী, পানিসারা, হাজিরবাগ ও বাঁকড়া ইউনিয়নে হ্যান্ডবিল বিতরণ ও মাইকে সচেতনতামূলক প্রচার করা হয়েছে। এসময় ঝিকরাগাছার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও স্থানে খাদ্য সহায়তা প্রয়োজনে ৩৩৩ নম্বরে নাম নিবন্ধন করার বিষয়ে ফেষ্টুন স্থাপন ও মাস্ক বিতরণ করেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, রহমত উল্লাহ ও শিক্ষক শান্তা ইসলাম ও বিথী খাতুন, সাফওয়ান ইবনে ইমদাদ প্রমুখ।
Leave a Reply