চন্দ্রঘোনা থানা অভিযানে পলাতক ওয়ারেন্ট আসামী গ্রেপ্তার -২।
রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনা থানা অভিযানে ভারপ্রাপ্ত ওসি মোঃ ইকবাল চৌধুরী নির্দেশের অাজ (১৭ ইং জানুয়ারি ২০২২) তারিখে রাতে বিশেষ অভিযান পরিচালনা করে এ.এস.আই মেসবাহ সংগীয় ফোর্স সহ জি আর -৩২৩/২০ ও জি আর -৪৬২/১৯ এর পরোয়ানা ভূক্ত আসামী ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ জনি পিং মৃত আবুল কাশেম সাং- ডলুছড়ি থানা – চন্দ্রঘোনা এর পর এ এস আই অন্তু সংগীয় ফোর্স সাথে নিয়ে জি আর ১২০/০৭ সংক্রান্তে খুন মামলার পলাতক আসামী সুই প্রু অং মারমা পিং-সাথুই অং মারমা সাং- কালামাইশ্যা থানা – চন্দ্রঘোনা। সু ত্রে জানা যায় ২ জন পলাতক ওয়ারেন্ট আসামী চন্দ্রঘোনা থানাধীন কাপ্তাই উপজেলায় ২নং রাইখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা হয়। ভারপ্রাপ্ত চন্দ্র ঘোনা থানা ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী
নি শ্চিত করে গণমাধ্যমকে জানান, দুজন পলাতক ওয়ারেন্ট আসামী কে গ্রেপ্তার করা হয়েছে। , তারপর গ্রেপ্তারকৃত আসামীদেরকে রাঙামাটি জেলা কোর্ট বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন ।
Leave a Reply