বার্তাসেবা ডেস্ক: গত সাড়ে চার মাসে দেশে ফিরেছেন ৭০ হাজার ৪২৭ প্রবাসী বাংলাদেশী। ১ এপ্রিল থেকে ১৮ আগষ্ট পর্যন্ত ২৩টি দেশ থেকে এ বাংলাদেশীরা ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো: ফখরুল আলম জানান, ফেরত আসা বাংলাদেশীদের মধ্যে ৬৭ হাজার ১১৯ জন পুরুষ ও ৩ হাজার ৩০৮ জন নারী। করোনার কারনে কাজ না থাকা, কাজের বা চুক্তির মেয়াদ শেষ হওয়া, আকামা বা ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে বিভিন্ন কারনে এসব কর্মী দেশে ফিরেছেন। অনেকে কারাভোগ করে দেশে ফিরেছেন। সবচেয়ে বেশি ফিরেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে, ২৩ হাজার ৫০২ জন।
Leave a Reply