ওসমান গনি গজারিয়ায় প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া ট্রাকের ধাক্কায় ইশতিয়াক আহমেদ রনি(২৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতি বার দুপুর আনুমানিক সাড়ে ৩ঘটিকার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার দড়ি বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মহাসড়কের চট্রগ্রামগামী লেনে দড়ি বাউশিয়ায় দুপুর ৩ঘটিকায় মোটর সাইকেলটি একটি চলন্ত ট্রাকের সাথে ধাক্কা খায়ে ঘটনাস্থলে প্রাণ হারায় মোটর চালক।ভবেরচর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহত ইশতিয়াক আহমেদ রনি কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলা নাড়াচৌ গ্রামের মৃত শাহ আলমের ছেলে।সে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত ছিল।
এবিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল উদ্দিন বলেন,আমরা ধারণা করছি মোটর চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে,ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
Leave a Reply