ওসমান গনি গজারিয়া প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের শুভ জন্মদিন উপলক্ষে গজারিয়া উপজেলা প্রশাসন, গজারিয়া উপজেলা পরিষদ, ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগ যুবলীগ এর পক্ষ থেকে বিশেষ দোয়া ও আলোচনা সভা শেষে প্রতিকৃতিতে পুষ্পার্পণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্ট প্রাঙ্গণে আলোচনা সভা শেষে ভবেরচর বাস স্ট্যান্ড মুক্তিযোদ্ধা ভাস্কর্য পাদদেশে পুষ্প অর্পণ শেষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহসিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, জেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহজাহান খান,উপজেলা আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, প্রমুখ।
Leave a Reply