কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি:মো: মুক্তাদির হোসেন।
গাজীপুরের কালীগঞ্জে লম্পট চাচার লালসার স্বীকার ভাতিজি, অন্তসত্তার ঘটনায় এলাকায় তোলপাড়। প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে মাছ ব্যাবসায়ীর। ঘটনাটি ঘটেছে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস মধ্য পাড়া গ্রামে।
লম্পট এডভোকেড পরিচয়ে চাচাকে এলাকায় ফিরিয়ে আনতে একটি মাদক ব্যাবসায়ী চক্র মোটা অংকের টাকার চুক্তিবদ্ধ হওয়ায় ঘটনাটি লোকালয়ে ছড়িয়ে পরে। পরে স্থানীয় প্রভাবশালী একটি মহল তার বাড়ি চেনার জন্য মাছ ব্যবসায়ী মানিক শেখকে সাথে করে নিয়ে যায়।
বিষয়টি টেরপেয়ে খিপ্ত হয়ে ওই মাদক চক্র লাঠি সোঠা নিয়ে গত রবিবার সকাল আনুমানিক ৬ টায় দোলন বাজারে যায়। এ সময় মানিক মাছ বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিলে মস্তফা আকন্দের ছেলে সোহেল আকন্দ(৩৫), শুকুর আকন্দের ছেলে যোবায়ের আকন্দ(৩২), আব্দুর রশিদ শেখ এর ছেল নুরচান শেখ(৩৩) ও তার ভাই আতিক শেখ অর্তকিত হামলা চালিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে। লাঠি দিয়ে পিটিয়ে বাম হকতের কব্জি ভেঙ্গে দেয়। এ সময় তার পকেটে থাকা মাছ বিক্রির ৪৭.০০০/- হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার চিকিৎসা দিতে শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে সোমবার সন্ধ্যায় মানিকের মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
Leave a Reply