আল আমিন মিলন , আত্রাই, প্রতিনিধি:
নওগাঁর আত্রাই থানা ওসি কর্তৃক সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার সকালে স্বচ্ছতার সাথে পুলিশের কনস্টেবল নিয়োগের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক নেওয়া ১৪ টি লিখিত নির্দেশনা নিজ কার্যালয়ে সাংবাদিকদের পাঠ করে শোনান ওসি আবুল কালাম আজাদ। চাকুরী প্রার্থী ও তার অভিভাবকদের দালালের হাত থেকে বাঁচতে পরামর্শ্বের জন্য ওসি তার সাথে যোগাযোগ করতে বলেন।
এছাড়া পুলিশ কন্টোল রুম ০১৩২০-১২৪৪৯৮ অথবা জেলা পুলিশ হট লাইন ০১৩২০-১২৪৪৯৯ অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহবান জানান তিনি। এসময় ওসি তদন্ত মোজাম্মেল হক কাজী উপস্থিত ছিলেন।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে বর্তমান বছরে সারাদেশে জনগনের কাঙখিত জনবান্ধব ৬ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগ অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) কর্তৃক সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত কল্পে দেশব্যাপী সংবাদ সম্মেলন করা হলো।
Leave a Reply