কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধান সভা কেন্দ্রে যুব তৃনমূল দলের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য জনমুখী প্রকল্প পশ্চিম বাংলা সরকারের দুয়ারে সরকার এর লক্ষীর ভাডের জন্য ফর্ম পূরণ কাজ করছেন যুব তৃনমূল দলের নেতা জনাব ইমরান মোল্লার নেতৃত্বে। আজ মগরাহাট পশ্চিমের বিভিন্ন যায়গায় দুয়ারে সরকারের জনমুখী প্রকল্প কর্মসূচির নয়া উদ্দোগ কে সামনে রেখে তার যুব টিম কাজ শুরু করে দিয়েছে। এই কাজে তার জেলা নেতৃত্ব ও মগরাহাট পশ্চিমের বিধায়ক এবং সাবেক পশ্চিম বাংলা সরকারের মাদ্রাসা ও সঙ্খ্যালঘু দপ্তর এর মন্ত্রী জনাব গিয়াসউদ্দিন মোল্লা এবং সদ্য তৃনমূল যুব দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গ্রামীণ সভাপতি বাপ্পা হালদার এবং জেলা তৃনমূল দলের নেতা জনাব শওকত মোল্লা র সহোযোগিতায় তিনি এই কাজে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই সঙ্গে সাধারণ মানুষ যাতে এই প্রকল্পের আওতায় এসে ফায়দা তুলতে পারে তার জন্য সবধরনের চেষ্টা করে যাচ্ছেন এই লড়াই করা এই তরুণ প্রজন্মের মগরাহাট পশ্চিমের নেতা। তার বক্তব্য পশ্চিম বাংলা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে জনমুখী প্রকল্প এর কাজ চলছে, আমি আমার মুখ্যমন্ত্রী নির্দেশ মেনে এই মহৎ কাজ কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। সেই সঙ্গে তাঁর বক্তব্য আগামী দিনে সাধারণ মানুষের সাথে থেকে কাজ করতে চাই দলের একজন কর্মী হয়ে। তিনি নিজে বলেন পশ্চিম বাংলা সরকারের পক্ষে এই লক্ষীর ভাড় প্রকল্প হাতে সাধারণ ঘরের মহিলা অর্থ নৈতিক ভাবে ব্যপক সুবিধা পাবেন। আজ ফ্রম ফিলাপ অনুষ্ঠানে ভীড় ছিল চোখে পড়ার মতো।।
Leave a Reply